বজ্রপাত ঠেকাতে কিশোরগঞ্জে ১০০০ তালের চারা রোপণ

তালগাছের চারা রোপণের জন্য গর্ত করা হচ্ছে
ছবি: বন্ধুসভা

বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তালগাছ অনেক উপকারী। সেই দিক বিবেচনায় নিয়ে এক হাজার তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ বন্ধুসভা।

তারই অংশ হিসেবে প্রথম ধাপে ৫ আগস্ট কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীপাড়ের মুক্তমঞ্চ এলাকায় তালের চারা রোপণ করেন বন্ধুরা। কর্মসূচির উদ্বোধন করেন বৃক্ষপ্রেমী হোছেন আলমগীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি তাফসিলুল আজিজ, জাহিদুল ইসলাম, সরজুল ইসলাম, আশিক আকরাম প্রমুখ।

বন্ধুরা জানান, আজ থেকে শুরু হওয়া এ কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে। এই সময়ের মধ্যে নদীর পাড়, বিলের পাড়, দিঘির পাড়, ফসলি মাঠের ফাঁকা জায়গায়সহ জেলার বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশে এক হাজার তালের বীজ ও চারা রোপণ করা হবে।

বৃক্ষপ্রেমী হোছেন আলমগীর বলেন, ‘জলবায়ুর বিরূপ পরিবর্তনের এই সময়ে তালের বীজ বপন ও চারা রোপণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা বিরূপ পরিবেশে বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সাহায্য করবে।’

দপ্তর সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা