চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলসভার মানববন্ধন

মানববন্ধনে বক্তারা সব অপরাধীকে আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি প্রদান এবং কার্যকর করার দাবি জানান
ছবি: বন্ধুসভা

টাঙ্গাইলের মধুপুরে ঈগল পরিবহনের বাসে ডাকাতি ও ধর্ষণ, গাজীপুর তাকওয়া বাসে স্বামীকে ফেলে দিয়ে গণধর্ষণ এবং সারা দেশে ঘটমান ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল বন্ধুসভা। গত রোববার জেলা শহরের নিরালা মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা সব অপরাধীকে আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি প্রদান এবং কার্যকর করার দাবি জানান।

এ ছাড়া ভিক্টিমকে সরকারের পক্ষ থেকে আর্থিক, আইনিসহ সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। পূর্বে ঘটে যাওয়া অন্যান্য ধর্ষণের দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে এবং বিচার কার্যকর করতে হবে। যেসব মামলার রায় হয়েছে, সেগুলো কার্যকর করতে হবে। প্রত্যেক বাসে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। বাসে অপরাধ রুখতে ও ভালো সার্ভিসের লক্ষ্যে বাস ড্রাইভার ও কন্ট্রাকটর, কর্মচারীদের সঠিক প্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে নিরাপদ সড়কের লক্ষ্যে মাঠ পর্যায়ে আরও কাজ করার দাবি জানান বক্তারা।

আর নয় নিরবতা, আওয়াজ তুলুন একবার
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা অ্যাডভোকেট জিনিয়া বখ্শ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কামনাশীষ শেখর, বাদল মাহমুদ, এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, ব্লাস্টের টাঙ্গাইল জেলা সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, মানবাধিকারকর্মী মাহমুদা শেলী, স্বরনী টাঙ্গাইল শাখার নির্বাহী পরিচালক মঞ্জু প্রামাণিক, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা সহসভাপতি সাজ্জাদ খোশনোবিশ, সংস্কৃতিকর্মী লিজু বাউলা, বাচ্চু আহমেদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লাহ, টাঙ্গাইল জেলা ডিবেটিং সোসাইটির সমন্বয়ক রাসেল আহমেদ, টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক রেণু আক্তারসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা