সাতক্ষীরাসহ উপকূলীয় জেলাগুলোতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাব মোকাবিলায় স্বেচ্ছাসেবক হিসেবে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা। জেলার সাত উপজেলায় ২৫ মে রাত থেকেই বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে জনসাধারণকে সচেতন করছেন তাঁরা।
সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস বলেন, ‘সাতক্ষীরা জেলাকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। তাই পতাকা উত্তোলনসহ আমাদের সব কার্যক্রম চলছে। বন্ধুরা মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সতর্ক করছেন। একই সঙ্গে জনসাধারণকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে সচেষ্ট রয়েছেন।’
বন্ধুরা জানান, এরই মধ্যে তৈরি করা হয়েছে বন্ধুসভার জরুরি কলসেবা সেন্টার ও প্রাথমিক চিকিৎসা টিম। জেলায় মোট তিনটি টিম করা হয়েছে এই দুর্যোগ মোকাবিলায়।
জরুরি কলসেবা: ০১৭১৮৭৬২৯৯০, ০১৩০৪৯৪৬৮২০ (সাতক্ষীরা সদর); ০১৯১০৩৩১৪৮০, ০১৩৩৪০৯৬৩২২ (শ্যামনগর); ০১৭৫৪২৬৫৮৫৬, ০১৮৮৫৪১০২০৮ (আশাশুনি)।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। ঝোড়ো হাওয়াসহ আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। উত্তাল রয়েছে খোলপেটুয়া ও ইছামতী নদী। স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে এসব নদীর পানি।
সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা