ফেনী বন্ধুসভার মাদকবিরোধী প্রচারণা

স্কুলশিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে মাদকবিরোধী প্রচারণা চালিয়েছে ফেনী বন্ধুসভা। ১৯ অক্টোবর সকালে ফেনী পৌরসভার আলহাজ কোব্বাদ আহম্মদ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে এ প্রচারণা চালানো হয়।

এ সময় সুস্থ জীবন ও সুস্থ সমাজ গঠনের জন্য শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান বক্তারা এবং তাদের শপথবাক্য পাঠ করান। বিদ্যালয়ের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী হাত তুলে মাদককে ‘না’ বলে শপথ গ্রহণ করে। শপথবাক্য পাঠ করান ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।

আমন্ত্রিত অতিথি ও ফেনী বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আবু তাহের। আরও বক্তব্য দেন ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন, ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নূর আজম, প্রধান শিক্ষক এ কে এম জহীর উদ্দিন ও ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি শেখ আশিকুন্নবী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আশিক, ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুরদ্দিন চৌধুরী, আবুল খায়ের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু তাহের, ফেনী বন্ধুসভার সহসভাপতি বিজয় নাথ, মনিকা রায়, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, পাঠচক্র সম্পাদক জান্নাত আরা জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক হারাধন নন্দী নিলয়, আমিনুল ইসলাম, তারিফ হোসেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ শরিফ, আবদুল হান্নান, মোহাম্মদ সাফরাজ প্রমুখ।

সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা