এসো মিলি বন্ধুত্বের জয়গানে

বিরিশিরিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘আরও একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে! দাঁড়াই আকাশের হাত ছানিতে, সারা দিন কী হবে না ভেবে।’ প্রাকৃতিক পরিবেশে নির্মল প্রশান্তির সন্ধানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এবারের আয়োজন ছিল এক দিনের আনন্দভ্রমণ ‘এসো মিলি বন্ধুত্বের জয়গানে’।

৮ সেপ্টেম্বর আমরা গিয়েছিলাম নেত্রকোনা জেলার বিরিশিরিতে। এটি দুর্গাপুর উপজেলায় অবস্থিত। বিরিশিরির মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির খনি। এর বুক চিরে বয়ে গেছে সবুজ ও নীলচে স্বচ্ছ পানির হ্রদ। আরও রয়েছে চীনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, নীলচে-সবুজ পানির হ্রদ, গির্জা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কালচারাল একাডেমিসহ বিভিন্ন দর্শনীয় স্থান।

ভ্রমণ বন্ধুত্বকে আরও সুদৃঢ় করে
ছবি: বন্ধুসভা

সোমেশ্বরীর পানিতে চিকচিক করে বালি, দূরে দেখা যায় গারো পাহাড়, মেঘালয়ের আবছা আভা। সেখানকার অপরূপ সৌন্দর্য বন্ধুদের মুগ্ধ করে। সারা দিন হইহুল্লোড়, সাংস্কৃতিক পর্ব ও পাহাড়ের পাদদেশে গেমিং সেশনেরও ব্যবস্থা করা হয়। বিজয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

এই ভ্রমণ অবসাদ ও ক্লান্তি দূর করে বন্ধুদের মধ্যে নতুন উদ্যম নিয়ে এসেছে। নিজেদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করেছে। ইচ্ছা করছে ওই সুদূর পাহাড়ের গায়ে ঘুমের শান্ত–স্নিগ্ধ–শীতল পরিবেশে আবারও হারিয়ে যেতে।

সহসাংগঠনিক সম্পাদক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা