পাবনা বন্ধুসভার সহমর্মিতার ঈদ

ঈদের নতুন জামা পেয়ে আনন্দে আত্মহারা শিশুরাছবি: বন্ধুসভা

পাবনা বন্ধুসভার উদ্যোগে ৬৭ জন শিশুকে ঈদের নতুন জামা এবং ১৭টি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। ৬ এপ্রিল বিকেলে প্রথম আলোর পাবনা অফিসে তাদের হাতে এসব উপহার তুলে দেন বন্ধুরা।

ঈদের নতুন জামা পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা। ফাতেমা নামের একটি মেয়ে জানায়, এই জামা পরে সে ঈদের দিন বেড়াতে যাবে।

শিশুদের সঙ্গে জামা পেয়ে খুশি অভিভাবকেরাও। কয়েকজন অভিভাবক জানান, তাঁদের পরিবার খুবই স্বল্প আয়ের। ইচ্ছা করলেই সন্তানদের নতুন জামা কিনে দিতে পারেন না। অনেক সময় শিশুরা মন খারাপ করে। নতুন জামাটি সেই অবস্থা দূর করল।

নতুন জামা বিতরণের এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার মোর্শেদ, বন্ধুসভার উপদেষ্টা আবদুল খালেক, রফিকুল ইসলাম, পাবনা বন্ধুসভার সভাপতি নাহিদুজ্জামান নাহিদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসরুখ হাসান, প্রশিক্ষণ সম্পাদক তাজিনুর রহমান, বইমেলা সম্পাদক আবু সোলাইমান, অর্থ সম্পাদক সেজানুর রহমান, দপ্তর সম্পাদক রিয়াজ হোসেন, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক মোদাচ্ছের হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নওশীন সুলতানা, প্রচার সম্পাদক সাগুপ্তা শারমিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আশফাকুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আহসান তানভির সাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহানুর রহমান, ম্যাগাজিন সম্পাদক নুসরাত জাহান, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক নাইম নিলয়, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সম্রাট ইসলাম, কার্যনির্বাহী সদস্য অনিক শেখ, নওরিন সাদিয়াসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, পাবনা বন্ধুসভা