‘চাঁদের পাহাড়’ উপন্যাস নিয়ে জামালপুর বন্ধুসভার পাঠচক্র

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘চাঁদের পাহাড়’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। ৪ অক্টোবর বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাউনিতে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই বইটি নিয়ে আলোচনা করেন বন্ধু মোহাম্মদ সাব্বির। তাঁর আলোচনায় উঠে আসে বিভূতিভূষণের লেখার অন্য রকম সুর, আফ্রিকা মহাদেশের অরণ্য ও শঙ্করের দুঃসাহসিক অভিযানের কথা।

‘চাঁদের পাহাড়’ এক বাঙালি যুবকের অ্যাডভেঞ্চারের গল্প। অ্যাডভেঞ্চারপ্রিয় শঙ্কর চাকরির সুযোগে সুদূর আফ্রিকায় চলে যায়। সেখানে পরিচয় হয় এক পর্তুগিজ ডিয়াগো আলভারেজের সঙ্গে। হীরার খনির সন্ধানে দুজন মিলে শুরু করে এক দুঃসাহসিক অভিযান। তাদের সঙ্গী এক অসম্পূর্ণ ম্যাপ আর বজ্রপাতের ফলে নষ্ট হয়ে যাওয়া কম্পাস। হীরার গুহায় যেতে হলে পার হতে হবে বিশাল উঁচু পাহাড়। দুই সাহসী মানব আট হাজার ফুট উচ্চতায় ওঠার পর এক ডেথ সার্কেলে (গোলকধাঁধা) পড়ে যায়। সিংহ একদিন ডিয়াগো আলভারেজের ঘাড়ের মাংস ছিঁড়ে নিয়ে যায়। একা হয়ে যায় শঙ্কর। একা অজানা দুর্গম পাহাড়ে শঙ্করের এই অভিযান পাঠক নিঃসন্দেহে প্রতি মুহূর্ত পর্যবেক্ষণ করবেন।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান, বন্ধু নাহিদুল ইসলাম, উমর ফারুক, ফাহিম মোনায়েম, মাসুদ রানা, ফজলে রাব্বি, মোখলেছুর রহমান, শাহরিয়ার হোসেনসহ অন্য বন্ধুরা।

বন্ধু, জামালপুর বন্ধুসভা