চড়ুইভাতি ঘিরে বন্ধুদের মিলনমেলা

ঠাকুরগাঁও বন্ধুসভার চড়ুইভাতিছবি: বন্ধুসভা

মাঘের সকাল। চারদিক ঢেকে আছে কুয়াশার চাদরে। এই কুয়াশা উপেক্ষা করে এক এক করে হাজির বন্ধুরা। কারও কারও সঙ্গে পরিবারের সদস্যরাও আসেন। তাঁরা সবাই এসেছেন চড়ুইভাতিতে।

২৮ জানুয়ারি সদর উপজেলার আকচা গ্রামের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর প্রাঙ্গণে ঠাকুরগাঁও বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো চড়ুইভতি।

আয়োজনটি যেন বন্ধুদের মিলনমেলায় রূপ নেয়। হাসিঠাট্টা আর নাচগানে মেতে ওঠেন ছোট-বড় সবাই।

চলছে রান্নার প্রস্তুতি
ছবি: বন্ধুসভা

সকাল তখন নয়টা। কুয়াশা কাটেনি। এমন সকালে বন্ধুরা হাঁড়িপাতিল, বাজারের থলে, সাউন্ড বক্স, তবলা, হারমোনিয়াম আর কাহন নিয়ে জাদুঘর প্রাঙ্গণে চলে আসেন। এসেই প্রথমে চুলা তৈরি করেন বন্ধু নজরুল ইসলাম। বন্ধু হাসি, জান্নাত ও মিথিলা পেঁয়াজ ও সবজি কাটেন। রান্নাবান্না পর্যবেক্ষণ করেন উপদেষ্টা ফেরদৌস আরা।

আর যাঁরা রান্নার কাজে ছিলেন না, তাঁরা দলবেঁধে আড্ডায় মেতে ওঠেন। বেলা দুইটার মধ্যেই রান্নার পর্ব শেষ হয়। এরপর সবাই মিলে পেটপুরে খাওয়াদাওয়া।

খাওয়াদাওয়ার পর সৈয়দ শিহাব ও মিথিলার সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধু সাজ্জাদ, তপু রায় ও মাহাবুব রায়হান গান পরিবেশন করেন। এরই ফাঁকে বন্ধুদের সমবেত অংশগ্রহণে পরিবেশিত হয় নাচ। পুরোনো দিনের স্মৃতিচারণা সবাইকে আপ্লুত করে তোলে।

ছিল বিভিন্ন গ্রামীণ খেলার প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

ছিল বিভিন্ন গ্রামীণ খেলার প্রতিযোগিতা। হাঁড়িভাঙা খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াইয়ে জমে ওঠে প্রতিযোগিতা। সব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ ও র‌্যাফল ড্রয়ের মাধ্যমে চড়ুইভাতির সমাপ্তি হয়।

অনুভূতি ব্যক্ত করেন সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব, উপদেষ্টা ডা. শুভেন্দু কুমার দেবনাথ ও প্রথম আলোর প্রতিনিধি মজিবর রহমান খান।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা