‘একজন ভালো সংবাদ উপস্থাপক হওয়ার মূল চাবিকাঠি হলো নিজের কথাকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা এবং শ্রোতার মনোযোগ ধরে রাখা। এর জন্য দরকার সঠিক উচ্চারণ, স্পষ্ট চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস,’ বলছিলেন দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক।
৩ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১০ নম্বর কক্ষে জাবি বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘সংবাদ উপস্থাপনা ও উন্মুক্ত বক্তৃতা কর্মশালা’। বৃষ্টিমুখর বিকেল ও হালকা শীতের আমেজের মধ্যে প্রশিক্ষক জাফর সাদিক উন্মুক্ত বক্তৃতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা, শব্দের শুদ্ধ উচ্চারণ, সাবলীলতা এবং নিউজ রুমের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ধারণা দেন।
জাফর সাদিক বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কারণে অনেক সময় চাকরিজীবনে সমস্যায় পড়তে হয়। এমনকি চাকরিচ্যুত হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমি যখন শিক্ষার্থীদের পক্ষে কলম ধরেছিলাম এবং তাঁদের আন্দোলনের সমর্থনে লিখেছিলাম, তখন প্রতিষ্ঠান থেকে চাপ এসেছিল। কিন্তু নিজের নীতি ও শিক্ষার্থীদের স্বার্থের কথা ভেবে সেই চাপের মুখে কখনো নতি স্বীকার করিনি। এর ফলে আমার চাকরি হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। তবে এতে আমার নৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে।’
এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সাহসী ও দৃঢ় নৈতিক মানসিকতার প্রয়োজন বলে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পাশাপাশি সংবাদ উপস্থাপকের পেশাগত সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন।
জাবি বন্ধুসভার সভাপতি সুমাইয়া জামান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আজকের সংবাদ উপস্থাপনা ও উন্মুক্ত বক্তৃতা কর্মশালা সেই প্রচেষ্টারই অংশ। আমি বিশ্বাস করি, জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিকের সঙ্গে এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে এবং তাঁদের দক্ষতা বাড়াবে।’
কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাবি বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ সালমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ২০২২ কমিটির সভাপতি হাসান মাহমুদ সম্রাট, ২০২৩ কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক অনুপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল পাল, সাংগঠনিক সম্পাদক রবিউল সানি, বন্ধু অরুণিমা পাল ও আবদুল্লাহ আল মামুনসহ অন্য বন্ধুরা।
বন্ধু, জাবি বন্ধুসভা