‘গ্রাফিক ডিজাইন ও প্রফেশনাল সিভি তৈরি’বিষয়ক অনলাইন কর্মশালা

নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে ‘গ্রাফিক ডিজাইন ও প্রফেশনাল সিভি তৈরি’বিষয়ক অনলাইন কর্মশালাসংগৃহীত

‘গ্রাফিক ডিজাইন ও প্রফেশনাল সিভি তৈরি’বিষয়ক অনলাইন কর্মশালা করেছে নোয়াখালী বন্ধুসভা। ২ ফেব্রুয়ারি গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শিমুল।

কর্মশালাটি অনুষ্ঠিত হয় দুই ধাপে। প্রথম ধাপে প্রফেশনাল সিভি নিয়ে আলোচনা করেন সাবেক সহসভাপতি জ্যানিসা আফরোজ। বক্তব্যের শুরুতেই সিভি এবং রেজিউমির মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরেন তিনি। ধাপে ধাপে সদ্য স্নাতক শেষ করা চাকরিপ্রত্যাশীদের রেজিউমি কেমন হওয়া উচিত, তার খুঁটিনাটি উল্লেখ করেন।

দ্বিতীয় অংশে ক্যানভা অ্যাপের মাধ্যমে হাতে থাকা ফোন দিয়ে কীভাবে নিত্যদিনে ব্যবহৃত ও প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যানার তৈরি করা যায়, তার পদ্ধতি দেখান সাবেক সভাপতি আসিফ আহমেদ। তিনি ক্যানভা অ্যাপের বিভিন্ন টুল নিয়ে আলোচনা করেন।

নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে ‘গ্রাফিক ডিজাইন ও প্রফেশনাল সিভি তৈরি’বিষয়ক অনলাইন কর্মশালা

প্রশিক্ষকদের আলোচনা শেষে সহসভাপতি জেরিন ফাহমিদা বলেন, ‘বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে সবার উচিত প্রযুক্তির ভালো দিকগুলোকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করা এবং খারাপ দিকগুলো এড়িয়ে চলা।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক নয়ন চন্দ্র কুরী, বইমেলা সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আরাফাত শিহাব, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সানি তামজিদ, প্রশিক্ষণ সম্পাদক জাহেদুল হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক মালিহা তাসনিম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলামসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা