পবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে দুই দিনব্যাপী বইমেলা
ভালো বন্ধু, ভালো বই ও একটি শান্ত বিবেক—একটি আদর্শ জীবন। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বইমেলার আয়োজন করেছে পবিপ্রবি বন্ধুসভা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩০ ও ৩১ অক্টোবর—দুই দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়।
প্রথম দিন বইমেলার উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য, ট্রেজারার, ছাত্রবিষয়ক উপদেষ্টাসহ অন্য শিক্ষকেরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বন্ধুসভার বন্ধুদের পরিশ্রম ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে।
বন্ধুরা বলেন, ‘বইমেলাকে কেন্দ্র করে ক্যাম্পাসে দুই দিনব্যাপী চলে উৎসবমুখর পরিবেশ। বইপ্রেমী মানুষদের সমাগমে আলোচনা হয় নানা বই ও বইপড়ার গুরুত্ব নিয়ে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধের আলো পৌঁছে দেওয়ার এই আয়োজন আগামীতে আরও বড় পরিসরে করা হবে।’
সভাপতি, পবিপ্রবি বন্ধুসভা