চীন বন্ধুসভার বন্ধুদের ভালো কাজের প্রত্যয়

বন্ধুসভার রজতজয়ন্তীতে চীন বন্ধুসভার আয়োজন
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভার রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে চীন বন্ধুসভা। ১৯ নভেম্বর অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপে অনুষ্ঠিত এ সভায় চীনের ২০টির বেশি বিশ্ববিদ্যালয়পড়ুয়া অন্তত ৭০ বন্ধু অংশ নেন।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সভা শুরু হয়। এরপর একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নেন বন্ধুরা। স্বাগত বক্তব্য দেন চীন বন্ধুসভার আহনাফ তাহমিদ। সঞ্চালনা করেন আমিনা আজহার ও মো. নাঈম।

বন্ধুসভার রজতজয়ন্তীতে চীন বন্ধুসভার আয়োজন
ছবি: সংগৃহীত

অতিথি হিসেবে যুক্ত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় ও নির্বাহী সভাপতি মৌসুমী মৌ। দুজনই তাঁদের বক্তব্যে বন্ধুদের শুভেচ্ছা জানান এবং চীন বন্ধুসভার সাফল্য কামনা করেন। বলেন, বন্ধুদের মাধ্যমে ভালো কাজ ছড়িয়ে পড়ুক চীনের প্রতিটি অঞ্চলে।

সভায় কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এ ছাড়া বন্ধুসভার গঠনতন্ত্র ও চীন বন্ধুসভার ভালো কাজগুলো নিয়েও আলোচনা করেন সবাই। আলোচনায় উঠে আসে বন্ধুরা প্রবাসে থেকেও দেশের জন্য কীভাবে ভালো কাজের চেষ্টা করে যাচ্ছেন।

শিক্ষার্থী, ঝেংচৌ বিশ্ববিদ্যালয়, চীন