বিতর্কচর্চা বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতে পারে

বিতর্ক কর্মশালা শেষে অতিথিদের সঙ্গে বিতার্কিকরা
ছবি: সংগৃহীত

বিতর্ক একজন মানুষের চিন্তাশক্তিকে প্রখর করে। ভালো বিতার্কিক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়া জরুরি বলে মনে করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি ও সাবেক বিতার্কিক উত্তম রায়। ২১ অক্টোবর রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক বিতর্ক কর্মশালা ও আন্তহাউস বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে এ কথা বলেন তিনি।

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামান পিএসসির সভাপতিত্বে এই কর্মশালায় বিতর্কের খুঁটিনাটি নানা দিক নিয়ে আরও আলোচনা করেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক জাফর সাদিক এবং উপস্থাপনাবিষয়ক প্রশিক্ষক এস এম ওয়াহিদুজ্জামান। কর্মশালা শেষে স্কুল ও কলেজ পর্যায়ের আন্তহাউস বিতর্কের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জাফর সাদিক বলেন, ‘ইংরেজি বিতর্কে যেমন বাংলা শব্দ বলা যায় না, তেমনি বাংলা বিতর্কেও ইংরেজি শব্দ পরিহার করা উচিত।’ তিনি বিতর্কে প্রমিত বাংলা ভাষার চর্চা এবং তত্ত্ব ও তথ্যের ব্যবহার করে যুক্তি গঠনের জন্য বিতার্কিকদের আহ্বান জানান।

আন্তহাউস বিতর্কের ফাইনাল
ছবি: সংগৃহীত

স্কুল পর্যায়ের আন্তহাউস বিতর্কের ফাইনালে বিজয়ী হয় সুলতানা কামাল হাউজ এবং কলেজ পর্যায়ের বিজয়ী হয় বেগম রোকেয়া হাউজ। ফাইনাল বিতর্ক শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মাহবুব আলম তালুকদার। তিনি বলেন, ‘বিতর্কচর্চা দেশের কুসংস্কার দূর করে একটি বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতে সহযোগিতা করে।’ আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং প্রধানমন্ত্রীর স্বপ্নের রূপকল্প-২০৪১ বাস্তবায়নে তিনি বিতর্কচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

এ সময় বিতর্ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান এবং ফাইনাল বিতর্কে বিচারকার্যে যুক্ত হওয়ায় প্রথম আলো বন্ধুসভার সভাপতি উত্তম রায় ও সাধারণ সম্পাদক জাফর সাদিককে ধন্যবাদ জানান।