বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে আনন্দ উৎসব

উৎসবে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব ও খেলাধুলার আয়োজন করেছে কুষ্টিয়া বন্ধুসভা।

নৃত্য পরিবেশন করছেন এক শিক্ষার্থী
ছবি: বন্ধুসভা

২ নভেম্বর কুষ্টিয়া শহরের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে ‘ভালোবাসি সব শিশু’ শিরোনামে আয়োজিত এ আনন্দ উৎসবে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মনের ইচ্ছাশক্তি থাকলে শরীরিক বাধা দমিয়ে রাখতে পারবে না, এটা শিশুদের বোঝানো ছিল বন্ধুসভার বন্ধুদের মূল লক্ষ্য।

সবার মধ্যে ছিল উৎসবের আমেজ
ছবি: বন্ধুসভা

বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শিশুরা তাদের নানা প্রতিভা প্রদর্শন করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া প্রত্যেক শিশুকে শিক্ষা উপকরণ উপহার হিসেবে দেওয়া হয়েছে। আয়োজনে স্কুলের শিক্ষকবৃন্দ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা