প্রবাসে শত কর্মব্যস্ততার মধ্যেও কাতার বন্ধুসভার তরুণ সদস্যরা ভোলেননি নিজেদের দেশ ও সামাজিক দায়বদ্ধতার কথা। তাই প্রতিবছরের মতো এবারও সহমর্মিতার ঈদ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হালিশহর এসওএস শিশুপল্লির ৫৮ জন এতিম শিক্ষার্থীর হাতে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়েছে।
২৯ মার্চ শিশুপল্লির মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কাতার বন্ধুসভার সদস্যদের হাত থেকে ঈদের উপহার গ্রহণ করে অর্ধশতাধিক শিশু-কিশোর। এ সময় উপস্থিত ছিলেন কাতার বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মতিউর রহমান এবং কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম।
সভাপতি বুরহান উদ্দীন বলেন, ‘আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই প্রকৃত আনন্দ পাওয়া সম্ভব। তাই বন্ধুসভা জাতীয় পর্ষদের ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবার চট্টগ্রামে শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের কাতার বন্ধুসভার সদস্যরা এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন।’
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসওএস শিশুপল্লির প্রধান পরিচালক মশিউর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কাতার বন্ধুসভার সাধারণ সম্পাদক শাকিল আহমদ বলেন, ‘এর আগেও আমরা বাংলাদেশের সিলেট, খুলনা, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের লক্ষ্য সব অসহায়ের মুখে হাসি ফোটানো। তাই এবারও ঈদের আনন্দ শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি।’
সাধারণ সম্পাদক, কাতার বন্ধুসভা