ডিআইইউ বন্ধুসভার পাঠচক্রের আসর ও ইফতার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

সাংগঠনিক বৈঠক ও শায়খ আহমাদুল্লাহর ‘তারাবীহর সালাতে কুরআনের বার্তা’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বন্ধুসভা। গত ২৯ মার্চ বিকেলে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। পরে উপদেষ্টা ও বন্ধুরা মিলে একসঙ্গে ইফতার করেন।

পাঠচক্রে আলোচনা করেন অর্থ সম্পাদক জুবায়েদ জিয়ান। আলোচনায় উঠে আসে তারাবিহর সালাত ও পবিত্র রমজানে মুসলমানদের করণীয় নিয়ে বিভিন্ন দিক।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এ টি এম মাহবুবুর রহমান, গবেষণা ও প্রকাশনা সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুল বাছেত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি আব্দুল মুনয়িম সরকারসহ অন্য বন্ধুরা।

জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক, ডিআইইউ বন্ধুসভা