‘এ বছর নাতিডা নতুন জামা পইরা ঈদ করব’

মাদারীপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: শাহাদাত আকন

মাদারীপুরে ছিন্নমূল ও প্রতিবন্ধী ৫০ শিশুকে নতুন জামা উপহার দিয়েছেন মাদারীপুর বন্ধুসভার বন্ধুরা। ২৮ মার্চ সকালে জেলা শহরের লেকপাড় বড়তলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ঈদ উপলক্ষে নতুন জামা পেয়ে আনন্দ–উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা।

ঈদে লাল রঙের একটি নতুন জামা বন্ধুসভার পক্ষ থেকে উপহার পেয়েছে মারিয়া আক্তার (৯)। নানি হেনা বেগমের কাছে থেকে বড় হচ্ছে সে। নাতির কাছে নতুন জামা দেখে হেনা বেগম (৬৫) বলেন, ‘নাতিডার বাপ নাই। আমার কাছে থাইকাই বড় হইতাছে। নাতিডারে কখনো নতুন জামা কিইনা দিতে পারি নাই। মানুষের বাসায় কাজ করি। ওইখাইন থিকা পুরানধুরান যে যখন দিছে, তাই পরাইছি। এ বছর নাতিডা নতুন জামা পইরা ঈদ করব, এর থিকা আর খুশির কী আছে।’

মাদারীপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: শাহাদাত আকন

মাদারীপুর বন্ধুসভার সভাপতি সোহেল রানা বলেন, ‘জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে সহমর্মিতার ঈদ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের রঙিন জামা উপহার দিয়েছি। প্রতিবছরের মতো এ বছরও মাদারীপুর বন্ধুসভার বন্ধুরা নিজেদের অর্থায়নে এ কর্মসূচি পালন করেছে। ঈদের আগের দিন পর্যন্ত আমরা মানুষের পাশে এভাবেই দাঁড়াব। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারাটাই আমাদের একমাত্র লক্ষ্য।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. অখিল সরকার, সুবর্ণা হাই হীরা, প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু, মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া, সহসভাপতি শাহাদাত আকন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, অর্থসম্পাদক আজগর হাওলাদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আন্না আক্তার, দপ্তর সম্পাদক সোহাগ হাসান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইমরান খান, বইমেলা সম্পাদক পলি আক্তার, বন্ধু কামরুন্ননাহার অমৃতা প্রমুখ।

সাধারণ সম্পাদক, মাদারীপুর বন্ধুসভা