কেশবপুর বন্ধুসভার উদ্যোগে অমর একুশে পালিত
যশোরের কেশবপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ভোরে বন্ধুরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে বন্ধুসভার একুশের প্রভাতফেরি মিছিল বের হয়। মিছিলটি পাবলিক ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন বন্ধুরা।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রথম আলো প্রতিনিধি দিলীপ মোদক, কেশবপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রিতম বৈরাগ্য, সহসভাপতি মোহাম্মদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু গোপাল দাস, সস্মিতা দাস, পুষ্পিতা দাস, সুপ্রিয়া দাস, মেহেদী হাসান ও তানভির রহমান।