চট্টগ্রাম বন্ধুসভার আলোচনা সভা ‘মুক্তিযুদ্ধ ও নারী’

নারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্ধুরা
ছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ ও নারী’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ১০ মার্চ প্রথম আলোর চট্টগ্রাম অফিসে এটি অনুষ্ঠিত হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আসমা আক্তার আঁখি। নিজের জীবনের গল্প বলার পাশাপাশি একজন নারীর জন্য কেন এই দিবসটি গুরুত্বপূর্ণ, তা নিয়ে কথা বলেন তিনি।

পরে সহকারী অধ্যাপক আসমা আক্তার আঁখির হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা শিহাব জিশান, ফাহিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক রুমিলা বড়ুয়া, মুক্তিযুদ্ধ সম্পাদক সুরাইয়া হোসেন। উপস্থিত নারী বন্ধুদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভা শেষে বন্ধু সাজিয়া আফরিনের কবিতা আবৃত্তি এবং রুমিলা বড়ুয়ার ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা