শিশুরা ফুলের মতো

রংপুর বন্ধুসভার পক্ষ থেকে শিক্ষাসামগ্রী উপহার পেয়ে শিশুদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

রংপুর বন্ধুসভার পক্ষ থেকে শিক্ষাসামগ্রী পেয়ে আরিফা তার সঙ্গে আসা মাকে কিছু বলছিল। জানতে চাইলে বলে, ‘আইজ মুই মোর নাম লেখিম, মার নাম লেখিম, আব্বার নাম লেখিম, লিখে মাকে দেখাইম।’

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে রংপুর বন্ধুসভা। একই দিন দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা আয়োজন করেছেন বন্ধুসভার বন্ধুরা। আবার কোনো কোনো বন্ধুসভা আয়োজন করে পাঠচক্রের।

ঢাকা মহানগর বন্ধুসভার আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা
ছবি: বন্ধুসভা

‘শিশুরা ফুলের মতো। এদের যত্ন নিলে প্রত্যেকেই একদিন দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।’ ঢাকা মহানগর বন্ধুসভার আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় উপস্থিত হয়ে এ কথা বলেন পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইফতেখার উদ্দিন। এই প্রতিযোগিতায় স্কুলটির শিক্ষার্থীরা অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলি রানী দেব বলেন, ‘বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে তারা পড়তে আসে। এ রকম একটি প্রতিযোগিতা তাদের পড়ালেখার প্রতি আরও আগ্রহী করে তুলবে।’

ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ–আড্ডা, খেলাধুলা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এমসি কলেজ বন্ধুসভা ‘যেমন খুশি তেমন আঁকো’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে এক বেলা খাবার বিতরণ করে মিরপুর বন্ধুসভা।

শিশুশিক্ষার্থীদের সঙ্গে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা
ছবি: অদিত আল নাফিউ

নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের স্থানীয় গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, সামাজিক সংগঠন তরী এর শিশুদের নিয়ে আয়োজন করে ‘জাতীয় শিশু দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা’।

‘মননে সৃজনে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা। ‘রংতুলিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত শেখ মুজিব আমার পিতা বই নিয়ে পাঠচক্র করে সিলেট বন্ধুসভা। লেখক সৈনিক কাইজার এর

লেখা খোকার নামই শেখ মুজিব বইটি নিয়ে পাঠচক্র করে পার্বতীপুর বন্ধুসভা। ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রের বিষয় ছিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রে আলোচনা হয় বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচা বইটি।