বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে ৮০ বছরের এক অসচ্ছল বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু ভর্তির পর তাঁর চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছিল না। সুস্থ হওয়ার পর হাসপাতালের বিল নিয়ে চিন্তায় পড়ে যান ওই রোগী। খবর পেয়ে এগিয়ে আসেন রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুরা।
২৯ জুলাই দুপুরে ওই হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সুস্থ হওয়া রোগীকে বাড়ি যেতে সহযোগিতা করেন বন্ধুরা। চিকিৎসার খরচ বহন করে খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক প্রবীর খিয়াং, প্রথম আলো প্রতিনিধি আব্বাস হোসাইন, সভাপতি এম মোরশেদ আলম, অর্থ সম্পাদক রবিউল মোস্তফা, বন্ধু মুবিন উদ্দিনসহ অন্যরা।
রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম বলেন, ‘অসচ্ছল ওই বৃদ্ধা তাঁর চিকিৎসার ব্যয় নিয়ে চিন্তিত শুনে বন্ধুরা মিলে হাসপাতালে গিয়ে রোগীর অবস্থা দেখি। পরে হাসপাতালের সমস্ত খরচ মেটাতে আমরা সহযোগিতা করব জানালে ওই রোগী খুশি হন। ছয় দিন পর রোগী সুস্থ হলে হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করি। আর্থিক অসচ্ছলতার কথা শুনে খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা কর্তৃপক্ষ চিকিৎসার যাবতীয় খরচ বহন করে।’