রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিলি ও মশারি বিতরণ
প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে করণীয় প্রচারপত্র বিলি এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে মশারি বিতরণ করেছে রাজবাড়ী বন্ধুসভা। ৩০ অক্টোবর সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক দিপক কুমার কর্মকার, প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহম্মেদ, রাজবাড়ী বন্ধুসভার সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মহসিন মৃধা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান মাসুম, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক রচনা সান্যাল, বন্ধু আবদুল হালিম, জনি শেখ, রাজিয়া সুলতানা, নাসরিন সুলতানা প্রমুখ।
এরপর রাজবাড়ী সরকারি কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ, ক্যাম্পাস, পুরোনো লাইব্রেরি মোড়, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, বকুলতলাসহ বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারপত্র বিলি করা হয়। রাতে রাজবাড়ী রেলস্টেশন ও আশপাশের এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে মশারি বিতরণ করেন বন্ধুরা।
প্রচারপত্রে পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে। এক, জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। দুই, ফুলদানি, বাড়ির আঙিনা, ফুলের টব, পড়ে থাকা ডাবের খোসা, টিনের কৌটা, মাটির পাত্র ইত্যাদিতে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া। তিন, ঘুমানোর আগে অবশ্যই মশারি টাঙাতে হবে। চার, বাড়ির আশপাশের ঝোপঝাড়, জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রয়োজনে শরীরের অনাবৃত স্থানে মশা নিবারক ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে। পাঁচ, জ্বর হলে যত দ্রুত সম্ভব ডেঙ্গু পরীক্ষা করানো।