কীর্তনখোলা নদীরপাড়ে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র
কবি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কবিতা ‘কোনো এক মাকে’ নিয়ে পাঠচক্র করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৭ জানুয়ারি বিকেলে কীর্তনখোলা নদীরপাড়ে এটি অনুষ্ঠিত হয়।
কবিতাটির প্রেক্ষাপট বিশ্লেষণ এবং লেখকের নানা সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে আলোচনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাইফ উদ্দিন। পরে বন্ধুরা একে একে কবিতাটি পাঠ ও অনুভূতি ব্যক্ত করেন।
সভাপতি পূজা রায় বলেন, ‘কোনো এক মাকে’ কবিতায় বায়ান্নর ভাষা আন্দোলনের করুণ চিত্র ফুটে উঠেছে।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি পিয়াস রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক মাহিন ফয়সাল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবু হেনা, সাংস্কৃতিক সম্পাদক তাজকিরা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, কার্যনির্বাহী সদস্য আশিকুল ইসলাম ও হাবিবুর রহমান।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা