যুবসমাজের আত্মোন্নয়ন ও চিন্তার বিকাশে প্রথম আলোর ভূমিকা অনস্বীকার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে র‌্যালি
ছবি: বন্ধুসভা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এটির আয়োজন করে শাবিপ্রবি বন্ধুসভা।

আলোচনা সভায় শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রথম আলো সংবাদ প্রচারের পাশাপাশি সমাজের বৃহত্তর উন্নয়নে বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সেই সঙ্গে যুবসমাজের আত্মোন্নয়ন ও চিন্তার বিকাশে প্রথম আলোর ভূমিকা অনস্বীকার্য। দেশব্যাপী বন্ধুসভা প্রথম আলোর সেই ভিশন ও মিশনের নিরন্তর সহযোগী। মানবাধিকার, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ধারণ করে আগামীর সোনার বাংলা বিনির্মাণে প্রথম আলোর পাশাপাশি বন্ধুসভার তারুণ্যও জোরালো ভূমিকা রাখবে।

আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, প্রচার সম্পাদক নাঈম আহমদ, সাবেক সভাপতি মাইদুল ইসলাম, সাবেক কার্যনির্বাহী সদস্য আল আমিন বুলবুল প্রমুখ। সঞ্চালনা করেন বইমেলা সম্পাদক হুমায়রা হিম।

সাংস্কৃতিক পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি করেন বন্ধু রিয়াদ হোসেন। পরে শহীদ মিনার থেকে ক্যাম্পাসের অর্জুনতলা পর্যন্ত একটি র‌্যালি করেন বন্ধুসভার বন্ধুরা।