ভাষাশহীদদের স্মরণে অস্ট্রেলিয়া বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি

ভাষাশহীদদের স্মরণে সিডনির অ্যাশফিল্ড পার্কের স্মৃতিসৌধে অস্ট্রেলিয়া বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন
ছবি: বন্ধুসভা

প্রবাসে দীর্ঘদিন বসবাস করলেও প্রত্যেক বাঙালি তাঁর বুকের গভীরে লালন করেন মাতৃভাষা বাংলাকে। অস্ট্রেলিয়ার সিডনির অ্যাশফিল্ড পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের সম্মান জানানোর জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসেন বাঙালিরা। তাঁদের সঙ্গে একাত্ম হয়েছেন অস্ট্রেলিয়া বন্ধুসভার বন্ধুরাও।

৩ মার্চ ভাষাশহীদদের স্মরণে সিডনির অ্যাশফিল্ড পার্কের স্মৃতিসৌধে আয়োজন করা হয় প্রভাতফেরি, দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল ৯টা ২১ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অস্ট্রেলিয়া বন্ধুসভার বন্ধুরা। বন্ধুদের জন্য এ বছরের আয়োজন আরও বিশেষ হয়ে ওঠে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হককে কাছে পেয়ে। তিনিও অস্ট্রেলিয়া বন্ধুসভার সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

সিডনির অ্যাশফিল্ড পার্কে কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের সঙ্গে অস্ট্রেলিয়া বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পুষ্পস্তবক অর্পণ শেষে বন্ধুসভার পক্ষ থেকে আনিসুল হককে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বন্ধুসভার সভাপতি শহিদুল আলম, সহসভাপতি নাজনীন আক্তার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শিপলু, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অতলান্তিক ঋদ্ধ, দপ্তর সম্পাদক তাপস কর, বন্ধু জিসান মাহবুবসহ অন্য বন্ধুরা।

এদিন সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী একুশে বইমেলা অনুষ্ঠিত হয়। মূলত এই মেলা উপলক্ষেই কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের সিডনিতে আগমন। ছিল বাংলাদেশের অন্যতম প্রকাশনা প্রথমা প্রকাশনের বইয়ের স্টল। স্টল সাজানো হয় আনিসুল হকের লেখা বইসহ দেশ-বিদেশের খ্যাতনামা লেখকদের বই দিয়ে।

সাধারণ সম্পাদক, অস্ট্রেলিয়া বন্ধুসভা