আনন্দ-উচ্ছ্বাসে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার ঈদ পুনর্মিলনী

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার ঈদ পুনর্মিলনীছবি: কাজী কামরুল ইসলাম

ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করেছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ২৪ এপ্রিল বগুড়ার ঐতিহ্যবাহী প্রাচীন নগরী মহাস্থানগড়ে এটি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আলুঘাটি উৎসবেও অংশ নেন বন্ধুরা।

নতুন-পুরোনো বন্ধুদের পদচারণ ও সৌহার্দ্য–সাক্ষাতের মাধ্যমে ঈদের আনন্দ মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপী চলে আনন্দ আড্ডা, খাওয়াদাওয়া, আলোচনা ও ছবি তোলা। এ ছাড়া বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বল নিক্ষেপ, বেলুন ফাটানোসহ আরও নানা ধরনের দেশীয় খেলাধুলা ছিল। সবশেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধু নকিব হাসান, কাজী কামরুল ইসলাম, শামীম আহমেদ, আবু তালহা, সভাপতি ফারহানা সুলতানা, সহসভাপতি সাদিয়া ইসলাম, জুলফিকার আলি, সাধারণ সম্পাদক অর্পিতা মন্ডল, সাংগঠনিক সম্পাদক রুথ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুনা আক্তার, অর্থ সম্পাদক আল আরমান, দপ্তর সম্পাদক সিনথিয়া আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নূরে তাসফিয়া, সাংস্কৃতিক সম্পাদক তন্ময় শেখ, প্রশিক্ষণ সম্পাদক নিগম সেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মানস প্রতিম মহন্ত, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তুষার চন্দ্র, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশিক মাহমুদ, বইমেলা সম্পাদক আবীর রুবাইয়াত, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক রিমন হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নিশাত তাসনিম, বন্ধু কামরুন্নাহার পুতুল, ইবনে সাদিক, অভিষেক সরকার, মুজাহিদুল হক, খালিদ হাসান প্রমুখ। রান্নার কার্যাবলি পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক তন্ময় শেখ।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা