বিজয় দিবস আমাদের বীরত্ব আর গৌরবের এক অনন্য স্মরণিকা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের পর পেয়েছি স্বাধীনতার রক্তিম সূর্য। এ দিনটি মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়ের গল্প বলে। বিজয় দিবসে আমরা দেশপ্রেম, ঐক্য ও স্বাধীনতার মূল্যবোধকে আরও গভীরভাবে ধারণ করি। জাতির প্রতি ভালোবাসায় উজ্জীবিত হয়ে অঙ্গীকার করি একটি সমৃদ্ধ বাংলাদেশের।
দিনটি উপলক্ষে সোমবার সকালে উপজেলার স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে চট্টগ্রামের পটিয়া বন্ধুসভা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন বন্ধুরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
বক্তারা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ করেন। তাঁরা বলেন, বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে তাঁরা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে একটি সুশৃঙ্খল ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো পটিয়ার প্রতিনিধি আবদুর রাজ্জাক, পটিয়া বন্ধুসভার উপদেষ্টা রশীদ এনাম, সভাপতি মানবেন্দ্র ভট্টাচার্য্য, সহসভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আইরিন সুলতানা, বন্ধু জাহেদুল ইসলাম, সুফি মোহাম্মদ রেজা, তানিয়া আকতার, সাইদ হোসেন, মাহবুবা সামিয়া, সাজ্জাদ হোসেন, পার্থ প্রতীম দাশ, শাহ আলম, মাসুম আকবরীসহ অন্য বন্ধুরা। শিশুদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। ছোট্ট বন্ধু হুজাইফা বর্ণ ও জায়ান এই বিশেষ দিনে তাদের সরল উপস্থিতি দিয়ে অনুষ্ঠানে প্রাণসঞ্চার করে।
সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা