কমিউনিস্ট মেনিফেস্টো: পাঠচক্রে নতুন ভাবনার উন্মোচন

জাবি বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

জার্মান দার্শনিক ও সমাজতান্ত্রিক বিপ্লবী কার্ল মার্ক্স ও ফ্রেডরিখ এঙ্গেলসের লেখা ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ বই নিয়ে পাঠচক্র করেছে জাবি বন্ধুসভা। ৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১০ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

বইটি নিয়ে আলোচনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক পারভেজ মোশাররফ। আলোচনার শুরুতে তিনি বুর্জোয়া এবং প্রোলেতারিয়েত (সর্বহারা) শ্রেণির সংজ্ঞায়ন করেন। কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস রচিত এই ঐতিহাসিক গ্রন্থের বিষয়বস্তু, প্রাসঙ্গিকতা ও বর্তমান সমাজব্যবস্থার সঙ্গে এর সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বইটির সমাজতান্ত্রিক দর্শন, শ্রেণিসংগ্রাম এবং পুঁজিবাদী ব্যবস্থার সমালোচনা নিয়ে মতবিনিময় করেন।

পাঠচক্র শেষে জাবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সভাপতি শেখ হামিম তাজ বলেন, ‘কমিউনিস্ট মেনিফেস্টো কেবল একটি বই নয়, এটি সমাজ পরিবর্তনের একটি দিকনির্দেশনা। বর্তমান বৈশ্বিক পুঁজিবাদী সংকটের প্রেক্ষাপটে বইটির গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে।

সাধারণ সম্পাদক রেজনান চৌধুরী বলেন, ‘দুনিয়ার মজদুররা এক হও’—এই আহ্বান আজও প্রাসঙ্গিক এবং সমাজ পরিবর্তনের পথপ্রদর্শক।

পাঠচক্র শেষে সাধারণ সভা হয়। সভায় আগামী দিনগুলোর কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অনুপ সরকারসহ অন্য বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, জাবি বন্ধুসভা