‘সুকান্ত রচনাসমগ্র’ নিয়ে পাঠের আসর

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

বই মানুষের জীবনের উত্তম সঙ্গী, শ্রেষ্ঠ সম্পদ। যার সঙ্গে পার্থিব কোনো সম্পদের তুলনা হয় না। একদিন হয়তো পার্থিব সব সম্পদ বিনষ্ট হয়ে যাবে, কিন্তু একটি ভালো বই থেকে প্রাপ্ত জ্ঞান কখনো নিঃশেষ হবে না।

২৭ নভেম্বর বিকেলে প্রথম আলো দিনাজপুর অফিসে নভেম্বর মাসের শেষ পাঠচক্র করেছে দিনাজপুর বন্ধুসভা। বই হিসেবে নির্ধারণ করা হয় সুকান্ত ভট্টাচার্য রচিত ‘সুকান্ত রচনাসমগ্র’।

সুকান্ত ভট্টাচার্য হলেন বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। মাত্র ২১ বছর জীবনকালে বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন, তা অতুলনীয়। ‘সুকান্ত রচনাসমগ্র’ বইয়ে সম্পাদক কবি সুকান্তের প্রায় সব রচনা যুক্ত করেছেন।

পাঠচক্র শেষে বইটির মূল্যায়ন ও বাস্তব জীবনে সাহিত্যের অবদান নিয়ে মুক্ত আলোচনা করেন প্রথম আলো প্রতিনিধি ও দিনাজপুর বন্ধুসভার উপদেষ্টা শৈশব রাজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর বন্ধুসভার সহসভাপতি সাব্বির হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ানা চৌধুরী, অর্থ সম্পাদক বেলালুর রহমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাদমান শাহাদ, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক শাদমান শাকিব, সাদিয়া আফরোজ, সুদর্শন অধিকারীসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা