ঈদের আগেই শিশুদের মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিয়েছে কুড়িগ্রাম বন্ধুসভা। জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে ৬০ শিশুকে রঙিন জামা উপহার দেন বন্ধুরা। ২৪ মার্চ কুড়িগ্রাম প্রগতি সংসদ প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়।
বৈশাখী নামের আট বছরের এক শিশু তার নতুন জামাটা নিয়ে আনন্দ প্রকাশ করে বলে, ‘এই জামাটা এবার ঈদের দিন গাতদেইম।’ তিন বছরের শিশু লামিয়া নতুন লাল জামা উপহার পেয়ে লজ্জায় মুখ লুকায়। পোশাক বিতরণ শেষে সবাইকে নিয়ে ইফতার আয়োজন করা হয়।
কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বন্ধু সুরাইয়া শিমু বলেন, ‘ঈদ হলো আনন্দের উৎসব। আমরা চাই সমাজের সব শিশু, বিশেষত যাদের সঠিকভাবে ঈদ উদ্যাপন করার সুযোগ নেই, তারাও যেন আনন্দ অনুভব করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বন্ধু তাকিয়া আক্তার বলেন, ‘আমরা চাই এই ঈদে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরাও যেন আনন্দ উপভোগ করতে পারে। রঙিন জামা ঈদের বিশেষ উপহার, যা তাদের মনে আনন্দ এবং আশা জাগাবে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা শফি খান, মোখলেছুর রহমান, রুকুনুজ্জামান রুকু, প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান, কুড়িগ্রাম বন্ধুসভার সহসভাপতি নয়ন সরখেল, সাধারণ সম্পাদক ভুবন কুমার শীল, বন্ধু ফরিদুল ইসলাম, সুরাইয়া শিমু, আজিজুল হক, আতিকুর রহমান, তাকিয়া আক্তার, আবদুল রহিম, তুলসি কুমার, প্রান্ত পাল, আরিফুল হক প্রমুখ।
সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা