জবি বন্ধুসভার পাঠচক্র ও বৈশাখী আড্ডা
বৈশাখ মানেই নতুনের আহ্বান, মিলন ও উৎসবের আনন্দ। এই আনন্দের রেশ ধরেই ১৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি প্রাণবন্ত বৈশাখী আড্ডা ও পাঠচক্রের আসর। বৈশাখের তপ্ত দুপুরেও উৎসাহ-উদ্দীপনায় ভরপুর ছিল এই আয়োজন, যেখানে বন্ধুরা মিলিত হয় বৈশাখ–পরবর্তী কুশল বিনিময়ে ও মননশীল আলোচনায়।
বন্ধুরা নিজেদের ব্যক্তিগত ভাবনা, স্বপ্ন ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। আড্ডা শেষে পাঠচক্র অনুষ্ঠিত হয় আবদুল্লাহ আবু সায়ীদের বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘সংগঠন ও বাঙালি’ নিয়ে। সঞ্চালনা করেন সভাপতি শিহাব উদ্দিন।
বন্ধুদের পাঠ আলোচনায় উঠে আসে, বাঙালির সংগঠনপ্রবণতা, নেতৃত্বের ঐতিহ্য, ঐক্যের প্রয়োজনীয়তা ও সমাজ পরিবর্তনে সংগঠনের ভূমিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। প্রবন্ধের বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে পাঠকদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি ও চিন্তার খোরাক তৈরি করে।
সাধারণ সম্পাদক, জবি বন্ধুসভা