ছাত্রী হত্যার প্রতিবাদে নোয়াখালী বন্ধুসভার মানববন্ধন

নোয়াখালী বন্ধুসভার মানববন্ধন
ছবি: বন্ধুসভা

নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে (১৪) নিজ বাসায় হত্যার ঘটনায় প্রতিবাদ ও অপরাধী ব্যক্তিদের দ্রুত বিচার কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বন্ধুসভা। ‘নিরাপদ কর আমার শহর’ শিরোনামে এই মানববন্ধন কর্মসূচি ২৪ সেপ্টেম্বর শনিবার বিকেল চারটায় নোয়াখালী শহরের টাউন হল মোড়ে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এ ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা মাহফুজুর রহমান, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, নোয়াখালী বন্ধুসভার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

নোয়াখালী শহরের টাউন হল মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার সাবেক সভাপতি সুমন নূর, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক ইমতিয়াজ হোসেন, দপ্তর সম্পাদক আবদুর রহিম অপুসহ অন্য বন্ধুরা এবং নানা শ্রেণি–পেশার মানুষ।

এছাড়া শিশু, কিশোর-কিশোরীদের নিরাপত্তার জন্য বিভিন্ন দাবি নিয়ে নোয়াখালী জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান বক্তারা।

মানববন্ধনে এ ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানানো হয়
ছবি: বন্ধুসভা

গত বৃহস্পতিবার রাতে নোয়াখালী শহরের একটি বাসা থেকে ওই স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই আবদুর রহিম ওরফে রনি (২৮) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়। শনিবার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রহিম।

যুগ্ম সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা