সাতক্ষীরায় একুশে বইমেলায় সেরা হলো বন্ধুসভার স্টল

অতিথিদের কাছ থেকে সেরা স্টলের পুরস্কার গ্রহণ করছেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাসছবি: বন্ধুসভা

‘আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি’ প্রতিপাদ্যে অমর একুশে বইমেলার আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসন। ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। বইমেলায় প্রথমা প্রকাশনের সহযোগিতায় স্টল দিয়ে অংশগ্রহণ করে সাতক্ষীরা বন্ধুসভা।

বেলা ১১টা থেকে রাত ৯টা বন্ধুসভার স্টলে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা। স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, লেখক ও পাঠকেরা ভিড় করেন এবং বই কিনেন। সর্বোচ্চসংখ্যক বই বিক্রি হয়েছে কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের নতুন উপন্যাস ‘কখনো আমার মাকে’। এ ছাড়া একাত্তরের চিঠি, একুশে লেখা, একুশে আঁকা বই বিক্রির তালিকায় এগিয়ে আছে।

সাতক্ষীরা বন্ধুসভার বিশেষ আকর্ষণ ছিল বইমেলায় কোনো শিশু বন্ধুসভার স্টলে এলে একটা করে ছোটগল্পের বই তাদেরকে উপহার দেওয়া হয়। সর্বাধিক বই বিক্রি ও স্টল হিসেবে আয়োজক কমিটির দ্বারা সেরা নির্বাচিত হয় সাতক্ষীরা বন্ধুসভা। বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন ও নেজারত ডেপুটি কালেক্টর সজীব তালুকদার।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা