জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জীববৈচিত্র্য ও পরিবেশ বিষয়ে ছবি আঁকছে শিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় আগামী প্রজন্মকে সচেতন করার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে সাতক্ষীরা বন্ধুসভা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন জেলার নবারুণ বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পর্ব
ছবি: বন্ধুসভা

এদিন বেলা ১১টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা অংশ নেয়। পরদিন ৬ জুন সকালে বিজয়ী সেরা তিনজনকে পুরস্কার হিসেবে দেওয়া হয় পরিবেশবন্ধু গাছ ও বই। তাদের হাতে পুরস্কার তুলে দেন নবারুণ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক গাজী, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাসসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. পারভেজসহ অন্য বন্ধুরা।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা