‘শ্রমিক–মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে ঝালকাঠি বন্ধুসভা। এ উপলক্ষে দেশব্যাপী চলমান তাপপ্রবাহ থেকে কিছু সময়ের জন্য স্বস্তি দিতে ১ মে জেলা শহরের বিভিন্ন স্থানে পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বন্ধুরা।
ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মোস্তাফিজুর রহমান পথচারীদের উদ্দেশে বলেন, খুব বেশি প্রয়োজন ছাড়া বাসা থেকে না বের হওয়াই ভালো। আর বাসার বাইরে বের হলে অবশ্যই ছাতা, রুমাল, সানগ্লাস ব্যবহার করতে হবে। নিজেকে ছায়ায় রাখার চেষ্টা করতে হবে।
সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক শ্রমজীবী মানুষদের উদ্দেশে বলেন, তাঁরা যাতে কাজ করার সময় পর্যাপ্ত পানি পান করেন। একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে তারপর যেন কাজ করেন।
সহসভাপতি সাব্বির হোসেন বলেন, ‘এই মুহূর্তে তাপমাত্রার পারদ ৩৬ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত বিরাজ করছে, যা জনজীবনে হুমকিস্বরূপ। বন্ধুরা আজ তাপপ্রবাহ থেকে সাধারণ মানুষদের মাঝে সচেতনতা ছড়াতে এই কার্যক্রম হাতে নিয়েছে। তাপমাত্রার এই অবস্থার জন্য আমরা মানুষেরাই দায়ী। বৃক্ষনিধন করে গড়ে তুলেছি অট্টালিকা। আসছে বর্ষা মৌসুমে বন্ধুসভার পক্ষ থেকে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হবে। প্রত্যেক বন্ধু বৃক্ষরোপণে অংশগ্রহণ করব।’
স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে ভ্যানচালক মোস্তফা মিয়া (৩৮) বলেন, ‘এই গরমে বেদিক অইয়া গেছি। তাও পেটের দায় কামে নামতে অয়। অল্পতেই হাঁপাইয়া যাই। মোর পানি দরকার আললে। তখনই এরা পানি নিয়া আইছে। ওগো লইগ্গা দোয়া করি।’
রিকশাচালক মো. রফিক (৪১) বলেন, ‘বাবো, এই গরমে নামতে চাই না; তৌ নামতে অয়। তুমি যা হুনাইলা, এইগুলা মাইনা চলমু। মুই এসব এত জানতাম না।’
এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাহরিয়া পাপন, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, বন্ধু সাকিব আল হাসান, আরাফাত ইসলাম, আমিনুল ইসলাম, সৈয়দ হান্নান, শাকিল রনিসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা