ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্র ও বন্ধু আড্ডা

ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্রের আসরসংগৃহীত

হেনরি শ্যারিয়ারের ‘প্যাপিলন’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টায় অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অদিত আল নাফিউ।

পরিচয় পর্বের মাধ্যমে পাঠের আসর শুরু হয়। এরপর বইটি নিয়ে আলোচনা করেন বন্ধুরা। আলোচনায় উঠে আসে লেখক পরিচিতি, গল্পের পটভূমি এবং এই বইটি পাঠকদের কী শিক্ষা দিল—এসব।

পাঠচক্র শেষে বন্ধুরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জেলাভিত্তিক রম্যবিতর্কও ছিল। বিতর্কে যে যাঁর যাঁর জেলাকে সেরা প্রমাণ করার পক্ষে অসংখ্য যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিজয়ী হন সাব্বির হোসেন। প্রশংসা পেয়েছেন আনিক ভূষণ সাহা ও অদিত আল নাফিউ। রম্যবিতর্ক পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা।

পাঠচক্র ও বন্ধু আড্ডায় আরও উপস্থিত ছিলেন সভাপতি সাব্বির আহমেদ, সহসভাপতি আদিবা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, মানসী মৌ, দপ্তর সম্পাদক নাবিল মাহমুদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ঈশিতা মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক জাকিয়া লিমা, ম্যাগাজিন সম্পাদক সালমান ফারসি, কার্যনির্বাহী সদস্য মুসাভভির সাকিরসহ অন্য বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, ড্যাফোডিল বন্ধুসভা