ভৈরব বইমেলায় সেরা স্টলের পুরস্কার পেল ভৈরব বন্ধুসভা

অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন ভৈরব বন্ধুসভার বন্ধুরাছবি: আনাস খান

১৭ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভৈরবে অনুষ্ঠিত হয়ে গেল আট দিনব্যাপী বইমেলা। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহান ভাষা আন্দোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বইমেলা কর্তৃপক্ষ ২৭ বছর ধরে ভৈরবে বইমেলার আয়োজনটি করে আসছে।

একুশে বইমেলায় ‘ভৈরব বন্ধুসভা বইঘর’ নামের একটি স্টল দেয় ভৈরব বন্ধুসভা। ১৮টি স্টলের মধ্যে ভৈরব বন্ধুসভা প্রথম স্থান অর্জন করেছে। সমাপনী আয়োজনে বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কে এম গোলাম মোর্শেদ খান, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, বইমেলা পরিষদের উপদেষ্টা আতিক আহমেদ, সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ফজলুল হক।

বইমেলায় ভৈরব বন্ধুসভা বইঘরে পাঠকের ভিড়
ছবি: আনাস খান

অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন ভৈরব বন্ধুসভার সভাপতি প্রিয়াংকা, সাধারণ সম্পাদক মানিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরফান হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামির রহমান।

বইয়ের মান, স্টল সজ্জা ও শৃঙ্খলা—সব দিক বিবেচনা করে সেরা স্টল বিবেচনা করে বইমেলা কর্তৃপক্ষ। পাঠকের চাহিদা মাথায় রেখে সাহিত্যের প্রায় সব ধরনের বই নিয়ে স্টল সাজান বন্ধুরা। এবার আনিসুল হক, হুমায়ূন আহমেদ, আয়মান সাদিকসহ ভৈরবের বেশ কয়েকজন স্থানীয় লেখকদের বই বেশ ভালো বিক্রি হয়েছে। পাঠকের চাহিদার শীর্ষে ছিল থ্রিলার, সায়েন্স ফিকশন, রোমান্টিক উপন্যাস ও শিশুদের বই। আরও ছিল বন্ধু সংগ্রহ বুথ। বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধু ফরম পূরণ করেন।

একাদশ শ্রেণির শিক্ষার্থী সৌরভ উদয় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বন্ধুসভার সৃজনশীল কাজগুলো আমার বেশ ভালো লাগে। ফেসবুকে নিয়মিত ভৈরব বন্ধুসভার কার্যক্রম দেখি, এখন সদস্য হয়ে বেশ আনন্দিত।’

ক্রেতা-বিক্রেতা ও লেখকদের নিয়ে প্রতিদিন ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়। সঞ্চালনা করেন প্রিয়াংকা, সামিয়া সিদ্দিকা, মানিক আহমেদ, মহিমা মেধা, রাসেল আহমেদ, নাফিস রহমান, তানসি নাহার, তোফাজ্জল হোসেন, প্রাপ্তি গোপ, জান্নাতুল ফেরদৌস ও রিফাত হোসেন।

সভাপতি প্রিয়াংকা বলেন, ‘প্রতিবছর বইমেলায় একসঙ্গে কাজ করে বৃদ্ধি পায় সাংগঠনিক দক্ষতা। ৮ দিনে প্রায় ৫০ জন বন্ধুর আনাগোনা ছিল স্টলে। বন্ধুদের কাজ ও আন্তরিকতায় কেটেছে দারুণ সময়।’ সাধারণ সম্পাদক মানিক আহমেদ বলেন, ‘নতুন বইয়ের ঘ্রাণ মনে আনন্দ জোগায়। বইমেলায় কাজ করে আমাদের সবারই লেখক ও বইয়ের নাম মুখস্থ হয়ে গেছে।’

প্রতিদিন মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতা ও মঞ্চনাটকের আয়োজন করা হয়। ভৈরব বন্ধুসভা এবার বাউলগানের অগ্রদূত লালনের জীবনকর্মের ওপর লেখা নাটক ‘লালন’ পরিবেশন করেন। এটি ছিল অষ্টম মঞ্চায়ন।

যুগ্ম সাধারণ সম্পাদক, ভৈরব বন্ধুসভা