পাঠচক্রের আসরে ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর অনূদিত ‘শকুন্তলা’

যশোর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

‘আজি উদ‍্যানলতা সৌন্দর্যগুণে বনলতার নিকট পরাজিত হইল’, রাজা দুষ্মন্তের এই অনবদ‍্য বাক‍্যটি ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর অনূদিত ‘শকুন্তলা’ বইয়ের। বাক্যটির ব‍্যাখ‍্যা হতে পারে শত বাক‍্যে। এটির ব‍্যাখ্যা করতে গিয়ে যশোর বন্ধুসভার উপদেষ্টা মোফাজ্জেল হোসেন বলেন, উদ‍্যানলতা হচ্ছে রাজা দুষ্মন্ত এবং বনলতা হচ্ছে শকুন্তলা। যার প্রাকৃতিক সৌন্দর্যের কাছে শহরের হাতে গড়া সৌন্দর্য হার মেনে নিয়েছে। এখানে শকুন্তলার রূপকে বিশ্লেষণ করা হয়েছে।

৭ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর অনূদিত ‘শকুন্তলা’ বই নিয়ে পাঠের আসর করে যশোর বন্ধুসভা। বিকেলে প্রথম আলো যশোর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ডা. তরফদার মাছুদুর রহমান এবিবিএস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় তাঁকে সংবর্ধনা জানানো হয়
ছবি: বন্ধুসভা

‘শকুন্তলা’ বইটির সঙ্গে বর্তমান পরিস্থিতির সাদৃশ্য তুলে ধরেন উপদেষ্টা শাহ্জাহান কবীর। এ ছাড়া বইটির ওপর ভিন্নধর্মী আলোচনায় অংশ নেন উপদেষ্টা শাহাদাত হোসেন, কামরুজ্জামান আজাদ ও মনিরুল ইসলাম। বন্ধুসভার বন্ধুরাও বইটি নিয়ে আলোচনা করেন।

পাঠচক্র শেষে স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ডা. তরফদার মাছুদুর রহমান এবিবিএস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় তাঁকে সংবর্ধনা জানানো হয়। সবশেষে সভাপতি মুরাদ হোসেনের সমাপনী বক্তব‍্যের মাধ‍্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা