একুশে ফেব্রুয়ারি মানে বিশ্বে মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। তাই তো বাঙালি গেয়ে ওঠে—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’।
বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন করতে গিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন দামাল ছেলেরা। বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে দিনটি স্মরণীয় হয়ে আছে। রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত জনগণের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই নিহত হন রফিক, শফিক, বরকত, জব্বারসহ আরও অনেকে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে। পাশাপাশি এটি বাংলাদেশের জাতীয় শহীদ দিবস হিসেবেও পরিচিত।
দিনটি উপলক্ষে শুক্রবার ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে দিনাজপুর বন্ধুসভা। বন্ধুরা প্রভাতফেরির মাধ্যমে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘একজন বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ভাষাশহীদদের স্মরণ রাখা এবং তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা।’
সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা