মুক্তিযুদ্ধে একজন অধ্যাপকের দিনলিপি ‘রাইফেল রোটি আওরাত’

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’। লেখক আনোয়ার পাশা একাত্তরের শহীদ বুদ্ধিজীবী। ২৫ মার্চ মধ্যরাত থেকে ২৯ মার্চ পর্যন্ত উপন্যাসের ব্যাপ্তি। উপন্যাস না বলে একে সুদীপ্ত শাহিন নামক একজন অধ্যাপকের দিনলিপিও বলা যায়। ওই কয়েক দিনের পুঙ্খানুপুঙ্খ ঘটনাবলি লেখক সুদীপ্ত শাহিনের চোখ দিয়ে আমাদের দেখিয়েছেন।

১৬ মার্চ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি নিয়ে পাঠচক্রের আসর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এটি অনুষ্ঠিত হয়। এটি ঢাবি বন্ধুসভার চলতি বছরের চতুর্থ পাঠচক্র।

‘রাইফেল রোটি আওরাত’ একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। মুক্তিযুদ্ধের রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্যে বসে লেখা এই একটি উপন্যাসই পাওয়া যায়। ১৯৭১-এর এপ্রিল থেকে জুন উপন্যাসের রচনাকাল। লেখক আনোয়ার পাশা শহীদ হন ১৪ ডিসেম্বর। যে অমর কাহিনি তিনি লিপিবদ্ধ করেছেন, স্বাধীনতা লাভের মাত্র দুই দিন আগে তিনি নিজেই তাঁর অঙ্গ হয়ে গেলেন চিরকালের জন্য। তবে বাংলাদেশ যে স্বাধীন হবে, তার ইঙ্গিত তিনি উপন্যাসের শেষে দিয়ে গেছেন।

পাঠচক্রে আলোচনা করেন বন্ধু মুন্নি আক্তার, অনামিকা আহমেদ, মাকসুদুল রাব্বি, মেহেদী হাসান, সাইদুর রহমান ও সাব্বির আহমেদ। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত। বক্তব্য দেন সভাপতি মোশাররফ খান।

পাঠচক্র শেষে নির্ধারিত বইয়ের ওপর কুইজের আয়োজন করা হয়। পরবর্তী কার্যক্রম সম্পর্কে সাংগঠনিক আলোচনার মাধ্যমে আয়োজনের ইতি ঘটে।

পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা