ভ্রমণকাহিনি লিখে বই উপহার পেলেন তিন বন্ধু

বিজয়ী সজীব কুমার দত্তকে লেখক হুমায়ুন আজাদের ‘আমার অবিশ্বাস’ ও রাহুল সাংকৃত্যায়নের ‘ভোল্‌গা থেকে গঙ্গা’ নামের দুটি বই উপহার দেওয়া হয়ছবি: বন্ধুসভা

সম্প্রতি ফরিদপুর বন্ধুসভার কয়েকজন বন্ধু দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলা সফর করেন। সেই অভিজ্ঞতা নিয়ে ভ্রমণকাহিনি লিখে পুরস্কার পেয়েছেন তিন বন্ধু।

৭ নভেম্বর সন্ধ্যায় প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালার ব্যক্তিগত কার্যালয়ে তিন বন্ধুর হাতে বই উপহার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন প্রবীর কান্তি বালা ও লেখার বিচারক মুমিনুল হক।

বিজয়ী জহির হোসেনকে লেখক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রচনাসমগ্র’ উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

বন্ধুরা জানান, গত ৭ অক্টোবর ফরিদপুর থেকে কয়েকজন বন্ধু গোপালগঞ্জ, মাদারীপুর, বাগেরহাট ও খুলনা জেলার বেশ কয়েকটি দর্শনীয় জায়গা ঘুরে দেখেন। সেই অভিজ্ঞতা নিয়ে ভ্রমণকাহিনি লিখতে বলা হয় ছয় বন্ধুকে। তাঁদের লেখা মূল্যায়ন করেন ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা প্রবীর কান্তি বালা ও সাহিত্যিক মুমিনুল হক।

বিজয়ী তিনজন হলেন বন্ধু সজীব কুমার দত্ত, জহির হোসেন ও মানিক কুন্ডু। সজীব কুমার দত্তকে লেখক হুমায়ুন আজাদের ‘আমার অবিশ্বাস’ ও রাহুল সাংকৃত্যায়নের ‘ভোল্‌গা থেকে গঙ্গা’ নামের দুটি বই, জহির হোসেনকে লেখক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রচনাসমগ্র’ ও মানিক কুন্ডুকে অ্যান্থনী মাসকারেনহাসের লেখা ‘বাংলাদেশ: অ্যা লিগ্যাসি অব ব্লাড’ বই উপহার দেওয়া হয়।

বিজয়ী মানিক কুন্ডুকে অ্যান্থনী মাসকারেনহাসের লেখা ‘বাংলাদেশ: অ্যা লিগ্যাসি অব ব্লাড’ বই উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

প্রবীর কান্তি বালা বলেন, ‘বন্ধুসভার বন্ধুদের পাঠ্যবইয়ের পাশাপাশি বাইরের বই পড়া ও লেখার হাত গঠনে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

মুমিনুল হক বলেন, ‘লেখাগুলো যখন পড়ছিলাম, তখন মনে হচ্ছিল আমিও এমন ভ্রমণ করতে চাই। সফরে খাওয়ার বিবরণ, জায়গাগুলোর বিবরণ তারা এমনভাবে দিয়েছে, সত্যিই প্রশংসার দাবিদার। কাঁচা হাত হিসেবে প্রত্যেকেই ভালো লিখেছে। এভাবে লেখালেখির মধ্যে থাকলে দক্ষতার দখল আরও বিস্তৃত হবে বলে মনে করি।’

পুরস্কার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু সুব্রত কুমার পাল, শুভ কুমার বিশ্বাস, লক্ষন চন্দ্র মন্ডল ও শ্যামল কুমার বিশ্বাস।

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা