লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা ‘একাত্তর করতলে ছিন্নমাথা’

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হাসান আজিজুল হক রচিত ‘একাত্তর করতলে ছিন্নমাথা’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে নোয়াখালী বন্ধুসভা। ২৬ মার্চ প্রথম আলোর নোয়াখালী অফিসে অনুষ্ঠিত এই পাঠচক্র নোয়াখালী বন্ধুসভার এ বছরের ১১তম।

পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হয় পাঠচক্র। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উম্মে ফারহিন। প্রথমেই বইটির বিশেষ দিকগুলো নিয়ে আলোচনা করেন প্রচার সম্পাদক সানি তামজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল। তাঁরা বলেন, ‘বইটিতে মূলত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাঁর দেখা একাত্তরের বর্ণনা দিয়েছেন নিস্পৃহ নিরাবেগ ভঙ্গিতে। জীবনের নিষ্ঠুরতার বর্ণনায় এমনি অসাধারণ শিল্পদৃষ্টির প্রকাশ আমাদের চমকে দিয়ে দাঁড় করিয়ে দেয় কঠিন সত্যরূপের মুখোমুখি।’

সাধারণ সম্পাদক উম্মে ফারহিন বলেন, ‘একান্ত ব্যক্তিগত সাধারণ অভিজ্ঞতাকে শিল্পের পুণ্যস্পর্শে লেখক করে তুলেছেন সর্বকালীন ও সর্বজনীন।’

পাঠচক্র শেষে স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য দেন উপদেষ্টা সুমন নুর ও সভাপতি আসিফ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া সামান্তা, দপ্তর সম্পাদক ধ্রুব ভূঁইয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আরাফাত শিহাব, ম্যাগাজিন সম্পাদক নাফিস আহমেদ, কার্যনির্বাহী সদস্য নয়ন চন্দ্র কুরী, বন্ধু শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

কার্যনির্বাহী সদস্য, নোয়াখালী বন্ধুসভা