ডিআইইউ বন্ধুসভার ইফতার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ডিআইইউ বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে ইফতার আয়োজন করেছে ডিআইইউ বন্ধুসভা। ১৬ মার্চ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। যেখানে বন্ধুদের উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় পবিত্র রমজানের তাৎপর্য, সহমর্মিতা ও মানবিক গুণাবলির গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এতে বক্তব্য দেন ডিআইইউ বন্ধুসভার উপদেষ্টা শামীম হামিদ, নাজমুল হাসান জিমি, ছাত্র উপদেষ্টা খালিদ হাসান, সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আদিল সরকার, সাংগঠনিক সম্পাদক মেহেনুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। যেখানে দেশের শান্তি, উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

বন্ধু, ডিআইইউ বন্ধুসভা