ফেনী বন্ধুসভার স্বাধীনতা দিবস পালন

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফেনী বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করেছে ফেনী বন্ধুসভা। ২৬ মার্চ সকালে ফেনী বন্ধুসভার বন্ধুরা জেলা শহরের ট্রাংক রোড থেকে শোভাযাত্রাসহকারে গিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী বলেন, অত্যাচার-নিপীড়নে জর্জরিত বাঙালি জাতির সামনে আলোকময় ভবিষ্যতের দুয়ার খুলে দেওয়ার দিন ২৬ মার্চ। গৌরব ও স্বজন হারানোর বেদনার এই দিনে বীর বাঙালি সশস্ত্র স্বাধীনতাযুদ্ধের সূচনা করেছিল।

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফেনী বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার সভাপতি জান্নাত আক্তার, সাবেক সভাপতি আইনজীবী অমিত মজুমদার, কাযনির্বাহী সদস্য বিজয় নাথ, সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দিপংকর রায় চৌধুরী, বন্ধু আল জুবায়েদ, মাহানা আফরিন, জাইমা ইসলাম, অর্ণবসহ আরও অনেকে।

কাযনির্বাহী সদস্য, ফেনী বন্ধুসভা