প্রথম আলো প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রথম আলো প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ গত রোববার ছাত্রলীগ নেতা–কর্মীদের দ্বারা সংবাদ সংগ্রহে বাধা ও নৃশংস হামলার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বন্ধুসভার বন্ধুরা ছাড়া আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (চবি সংসদ) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা। বক্তারা বলেন, এর আগে ক্যাম্পাসে নারী সাংবাদিকও হেনস্তার শিকার হয়েছেন। সে হামলার সুষ্ঠু বিচার আজও হয়নি। চিন্তা, বিবেক ও বাক্‌স্বাধীনতা সংরক্ষণে সাংবাদিকদের ওপর সব হামলার বিচার করতে হবে।

শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ড
ছবি: বন্ধুসভা

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক আদিত্য গোস্বামী বলেন, ‘প্রথম আলোর প্রতিনিধি মোশাররফ শাহর ওপর হামলার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানাই। আমরা প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে এই ন্যক্কারজনক ঘটনার তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

সংবিধানে সংরক্ষিত নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে সাংবাদিকের প্রতি সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম শিহাব, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইখলাস বিন সুলতান, বন্ধু আইয়ুবুর রহমান তৌফিক, তাসমিমা, সুদীপ চাকমাসহ সাধারণ শিক্ষার্থীরা।

বন্ধু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা