নওগাঁ বন্ধুসভার সবুজায়ন কর্মসূচি
একদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে একের পর এক বন উজাড় হচ্ছে। ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা, অসময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জনজীবন বিপর্যস্ত। এ থেকে মুক্তির লক্ষ্যে ‘আমার মাটি, আমার দায়, গাছ রোপণে, বাঁচা যায়’ প্রতিপাদ্যে গাছের চারা রোপণ করেছে নওগাঁ বন্ধুসভা।
১৫ জুলাই নওগাঁ পৌরসভার কোমাইগাড়ী এলাকায় আশার আলো অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন গাছের শতাধিক চারা রোপণ করা হয়।
কর্মসূচি উদ্বোধন করেন বন্ধুসভার উপদেষ্টা মোফাখখার হোসেন খান, ডি এম আবদুল বারী ও সামসুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে আশার আলো অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন, তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, নওগাঁ বন্ধুসভার সভাপতি রাবেয়া আফরোজ, সহসভাপতি সানম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক সুস্মিতা সাহা, নুরী হাফসা, কোষাধ্যক্ষ আবদুস সালামসহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
সহসভাপতি, নওগাঁ বন্ধুসভা