নবীন বন্ধুদের বরণ করে নিল ডিআইইউ বন্ধুসভা

ডিআইইউ বন্ধুসভার নবীনবরণছবি: বন্ধুসভা

‘এসো হে নবীন, এসো ভালোবাসার বাহুডোরে। পুষ্প ডালায় ভালোবাসা সাজানো থরে থরে, গ্রহণ করো।’
—সুকুমার চক্রবর্তী

নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বন্ধুদের বরণ করে নিয়েছে ডিআইইউ বন্ধুসভা। ২৭ অক্টোবর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবীন বন্ধুদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর আইস ব্রেকিং, কুইজ, আইকিউ সেশনসহ বন্ধুসভার কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান তাহজীব উল ইসলাম। তিনি বলেন, ‘ডিআইইউ বন্ধুসভা বর্তমানে আমাদের ইউনিভার্সিটির একটি ব্যতিক্রমধর্মী ক্লাব। যেখানে ছেলেমেয়েরা তাঁদের অসাধারণ কাজের মাধ্যমে প্রতিনিয়ত ডিআইইউর জন্য সুনাম বয়ে নিয়ে আসছেন।’

অনুষ্ঠানে বক্তব্য দেন মীর সিটি ল্যান্ডমার্কস লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মোশারেফ অমি, ডিআইইউ বন্ধুসভার সভাপতি আব্দুল মুনয়িম সরকার ও সাধারণ সম্পাদক খালিদ হাসান।

মীর মোশারেফ অমি বলেন, বন্ধুসভা হলো এমন একটি জায়গা, যেখানে সবাই নিজের প্রতিভার স্বতঃস্ফূর্ত প্রতিফলন ঘটাতে সক্ষম হয়।

বন্ধু, ডিআইইউ বন্ধুসভা