তাদের মুখে হাসি ফোটাল গাইবান্ধা বন্ধুসভা

গাইবান্ধা বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ছয় বছর বয়সে বাবা হারায় মিরাজ হোসেন (৯)। মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। গাইবান্ধা শহরের খোলাবাড়ি এলাকার ছোট একটি ভাড়ার কুঁড়েঘরে তাদের বসবাস। নতুন রঙিন জামা কেনা সব ঈদের আগে তার মায়ের পক্ষে সম্ভব হয় না। তাই এ বছর ঈদের আগেই প্রথম আলো বন্ধুসভা থেকে রঙিন জামা পেয়ে তারা ভীষণ খুশি।

৫ এপ্রিল মিরাজ হোসেনের মতো এমন অসংখ্য শিশুর হাতে নতুন রঙিন জামা তুলে দিয়েছেন গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরা। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে জেলা সদরের বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় এ উপহার বিতরণ করা হয়।

ঈদের আগেই প্রথম আলো বন্ধুসভা থেকে রঙিন জামা পেয়ে শিশুরা ভীষণ খুশি
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা শাহাবুল শাহীন বলেন, ‘ঈদ উপহারের মাধ্যমে সব মানুষের ভেতর একটি সংযুক্তি এবং সহযোগিতার মাধ্যমে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এক বড় আনন্দের বিষয়। বন্ধুসভা সব সময় ভালো কাজের চর্চা অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি ইমরান মাসুদ, সহসভাপতি জিসান মাহমুদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মোশারাফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুর রহিম, বন্ধু হোসাইন মিয়া ও আলামিন শেখ।

সভাপতি, গাইবান্ধা বন্ধুসভা