বন্যার্তদের পাশে জাককানইবি বন্ধুসভা
দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোয় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাককানইবি বন্ধুসভা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের সঙ্গে মিলে তারা মহৎ এ কার্যক্রমে অংশ নিয়েছে।
২৭ আগস্ট জাককানইবি বন্ধুসভা, ক্যাম্পাস সংস্কার আন্দোলন, শিক্ষক সমিতি ও সব সাধারণ শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় ‘নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার’ প্লাটফর্মের মাধ্যমে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন দুর্গম এলাকার ১ হাজার ২০০টি পরিবারের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ৫০০টি পরিবারের জন্য জামাকাপড় দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, চিড়া, মুড়ি, গুড়, মিনারেল ওয়াটার, খেজুর, স্যানিটারি ন্যাপকিন, ওরস্যালাইন ও ওষুধ।
উপহারসামগ্রী বিতরণের সময় বন্ধুসভার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোমেন আহমেদ, অর্থ সম্পাদক আকিব হোসেন, কার্যকরী সদস্য অপুসহ আরও অনেকে।
সভাপতি, জাককানইবি বন্ধুসভা