অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে মানবতার দেয়াল

মানবতার দেয়াল স্থাপন
ছবি: বন্ধুসভা

‘আপনার অপ্রয়োজনীয় কিছু হতে পারে অন্যের প্রয়োজনীয় কিছু’ স্লোগান ধারণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবতার দেয়াল তৈরি করেছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বন্ধুসভা। ২০ জানুয়ারি এটির উদ্বোধন করেন উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি বন্ধুসভার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক ও ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বন্ধুদের প্রতি আহ্বান জানান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল কাইয়ুম সরদার, অ্যাগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান সোনিয়া তাবাসুম, অ্যাডাস্ট বন্ধুসভার উপদেষ্টা সারোয়ার হোসেন, মুন্নী দাস, ওয়াহিদুল ইসলাম, নূর নবী রাজ, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা নুরুজ্জামান ফারাবী প্রমুখ।

বন্ধুদের মধ্যে মাসুদ রানা, সানজিদা আক্তারসহ অন্য বন্ধুরা মানবতার দেয়াল নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করেন।